নিউজ প্রেজেন্টার হতে চাই

 


অনেকেই আছেন নিউজ প্রেজেন্টার হতে চান।অনেকে অনেক প্রশ্ন করে থাকেন।সবাইকে অনেক সময় আলাদা ভাবে উত্তর গুলো দেয়া সম্ভব হয়না।

অনেকেরই আগ্রহ আছে তাই তাদের উদ্দেশ্যে আজকের এই লিখা।
১.নিউজ প্রেজেন্টার হতে হলে শিক্ষ্যাগত যোগ্যতা কতটুকু দরকার?
প্রেজেন্টার হতে স্পেসিফিক কোন সাব্জেক্ট ম্যাটার করেনা।নরমালি গ্র্যাজুয়েশন বা ভার্সিটি পড়ুয়া যে কেউ আবেদন করতে পারে।তবে নিউজ চ্যানেলে বেশিরভাগ চায় গ্র্যাজুয়েশন কম্পলিট।একাডেমিক রেজাল্ট গুরুত্বপূর্ণ নয়।
তবে এক্সট্রা কো কারিকুলাম এক্টিভিটি থাকলে প্রায়োরিটি পাবেন।
২.প্রেজেন্টার হতে হলে কি গুন লাগে?
নরমালি প্রেজেন্টার হতে হলে প্রথমত শুদ্ধ উচ্চারন, নিউজ এর প্রতি আগ্রহ,সম সাময়িক বিষয়ে ধারনা, পড়ার স্টাইল, এক্সপ্রেশন এই বিষয় গুলি লাগে।
৩.খুব সুন্দর চেহারা হতে হয়?
ক্যামেরা ফেস ভালো হলেই হয়।অনেক কে নরমালি ভালো না লাগলেও মেকাপ বা ক্যামেরায় ভালো লাগে।তাই ক্যামেরায় ভালো লাগলে সেটা ইতিবাচক
৪.কোথায় শিখবো? কিভাবে জানবো?
সাধারনত নিউজ প্রেজেন্টেশন এর অনেক কোর্স আছে যার মাধ্যমে শেখা যায়।কিন্তু এদের বেশিরভাগই ভালো মত শেখায় না।কিন্তু কোর্স করলে ভালো একটা ধারনা আসে।
কোর্স করার আগে দেখে নিন ট্রেইনার কারা,সিলেবাস কেমন বিশেষ করে তাদের স্টুডিও ফ্যাসিলিটি, অটোকিউ (যেটা দেখে প্রেজেন্টার রা নিউজ পড়ে), কোর্স শেষে চ্যানেলে সিভি পৌছায় কি না তারা এই বিষয় গুলো দেখে নিবেন।আর ভালো ভাবে যাচাই করবেন।
(আমি কোর্স করেছি Lokkho News Presentation Academy তে )
৫.কোর্স করলেই কি চাকরী নিশ্চিত?.
না এটার কোন নিশ্চয়তা নেই।যদি কেউ এটা বলে তারা ঠকাচ্ছে সবাইকে।কোর্স আপনাকে দিক নির্দেশনা দিবে,সঠিক ভাবে প্র্যাক্টিস করতে শেখাবে।
বাকী টা আপনার চেষ্টা,লেগে থাকা আর ভাগ্যের উপর।
৬.প্রেজেন্টারদের বেতন কেমন?
প্রেজেন্টার দের বেতন ফুল্টাইম বা পার্ট টাইম,চ্যানেল ওয়াইজ আলাদা হয়ে থাকে।পার নিউজ প্রতি পেমেন্ট হলে ও আলাদা সিস্টেম।আর অনেক ক্ষেত্রে পেমেন্ট নির্ভর করে আপনার নিউজ পড়ার যোগ্যতা,অভিজ্ঞতা এগুলোর উপর।
৭.কোর্স ছাড়া কি হওয়া যায়না প্রেজেন্টার?
অবশ্যই যায়।আগে যেতো অনেক।কিন্তু এখন খুব কম।বেশিরভাগ চ্যানেল চায় যে প্রায় ফুল রেডি প্রেজেন্টার তাই তারা সিভি তে যারা কোর্স করে তাদের প্রায়োরিটি দেয়।
সাথে কো কারিকুলাম কেও অনেক গুরুত্ব দেয়।
আশা করি অনেক গুলো বিষয় ধারনা দিতে পেরেছি।
Mahmudul Hassan Zahid
সংবাদ উপস্থাপক, বৈশাখী টিভি
সাবেক সংবাদ উপস্থাপক, দীপ্ত টিভি

No comments

Theme images by mariusFM77. Powered by Blogger.