Free Citizen Journalism Course





Free Citizen Journalism Course Open for All

Free Citizen Journalism Course 

প্রতিটা মানুষের এগিয়ে যাওয়ার জন্য একটা অনুপ্রেরণার দরকার হয় সাংবাদিকতা  শিখতে আগ্রহীদের   জন্য  অনুপ্রেরণা হল আমাদের Free Citizen Journalism Course Free Citizen Journalism Course Video Tutorials একসাথে 01—07 সময় করে নাগরিক  সাংবাদিকতা  বিষয়ক   ০৭ টি Video Tutorials দেখুন


০৭ টা ভিডিও লিংক এর নিচে পরীক্ষার Link  দেওয়া আছে Free Citizen Journalism Course.  এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণকারীরা ৬০   %   নম্বর পেলে e  সনদ পত্র automatically অংশগ্রহণকারীর Email এ চলে যাবে 

নোট ঃ  যারা আইটি সম্পর্কে কম জানেন বর্তমান সাংবাদিকতা আমাদের  কোর্স  তাদের জন্য না

 আমাদের Free Citizen Journalism Course open for all.  এ  কোর্স  করতে টাকা লাগে না । এ  কোর্স  করতে টাকা লাগে না । এ  কোর্স  করতে টাকা লাগে না । আমাদের  ১২ মাস  এর সাংবাদিকতা বিষয়ক Distance  অনলাইন সার্টিফিকেট কোর্স অন জার্নালিজম কোর্স  আছে যা করতে টাকা লাগে । Bangladesh  Online Journalism SchoolHelp Line 01831910346    

আপনার প্রশ্ন সার্টিফিকেট দিয়ে কি হবে  ?

আমাদের উত্তর ঃ আমরা সার্টিফিকেট এ বিশ্বাসী না । আমাদের  Free  Course  করে আপনি যদি একটা নতুন  শব্দ  শিখে থাকেন তা আপনার ও আমাদের সার্থকতা । আপনাকে অনুপ্রেরণা দিতে আমাদের ক্ষুদ্র চেষ্টা ।


 Tutorial 01/ Citizen Journalism Course






Tutorial 02/ What is News ?






Tutorial 03/ Perimeter of Citizen journalism









Tutorial 04/ সাংবাদিকতার মাধ্যম কী হবে


             Tutorial 05/ প্রতিবেদন বানাতে কী প্রয়োজন








                    Tutorial 06/ প্রাকটিক্যাল ক্লাস ( রিপোর্টিং )





Tutorial 07


প্রাকটিক্যাল ক্লাস ( রিপোর্টিং ) Practical Class ( News Reporting )






      Bangladesh Online Journalism School 


Citizen Journalism  Course Final Exam Link 

      অনলাইনে এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণকারীরা ৬০ %   নম্বর পেলে PDF সনদ পত্র  Automatically অংশগ্রহণকারীর Email এ চলে যাবে  exam দেওয়ার পর Kindly chek your Email  - Inbox , Primary ,Social ,Promositions ,Important & Spam Section . 



























48 comments:

  1. Replies
    1. রিপ্লে gmail আসে নাই আমার

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  2. I did not receive a reply mail

    ReplyDelete
  3. ফ্রি কোর্স এর সাতটা ভিডিও কমপ্লিট করলাম। পরীক্ষা কিভাবে দিবো?

    ReplyDelete
  4. খুবই ভালো লাগলো সাংবাদিকতা কাঁঠাম দেখানোর জন্য

    ReplyDelete
  5. https://youtu.be/7ZuZh4d-VE8
    খুবই ভালো লাগলো সংবাদে প্রকাশ এবং উপস্থাপনা পিরামিড কাঠামো ধন্যবাদ জার্নালিজমূ

    ReplyDelete
  6. Ami exam dici but emailaddress vul hoyce.....amr koronio ki

    ReplyDelete
  7. আমি পরিক্ষা দিয়েছি ৯০% পেয়েছি, আমি এখনো সার্টিফিকেট পাইনি কিভাবে পাব জানালে উপকৃত হতাম

    ReplyDelete
  8. 100% mark pailam,but pdf certificate akhono aslona

    ReplyDelete
  9. সবকিছুই ঠিক থাকে আমার শেষ মূহুর্তে এসে গুড়িয়ে দেয়। কেউ বুঝবে না আমাকে। আমি অত্যন্ত দুঃখি! কিছু কিছু মানুষের স্বপ্ন,শখ থাকতে নেই।

    ReplyDelete
  10. পরীক্ষায় অংশ নিবো কিভাবে

    ReplyDelete
  11. আমি পরীক্ষায় পাস করেছি, কিন্তু আমার ইমেলে সার্টিফিকেট আসেনি

    ReplyDelete
  12. ami exam a 90 mark peyesi certificate asini akon ki korar

    ReplyDelete
  13. Ami exam 70 Mark peyesi

    ReplyDelete
  14. 906 id teke Robiul Haque Babu
    Ami exam 70 mark peyesi akn ki korbo help me

    ReplyDelete
  15. সাংবাদিক

    ReplyDelete
  16. কিভাবে পরীক্ষা তে অংশগ্রহণ করব.......

    ReplyDelete
  17. Yes ami course kobu

    ReplyDelete
  18. Yes ami course kobu

    ReplyDelete
  19. ধন্যবাদ, অনেক সুন্দর সাংবাদিকতা।

    ReplyDelete
  20. ধন্যবাদ অনেক সুন্দর ভালো লাগছে

    ReplyDelete
  21. পরীক্ষা দেওয়ার কি নির্দিষ্ট সময় আছে? না-কি যেকোনো সময় দিতে পারব?

    ReplyDelete
  22. আমার ই-মেইলে সার্টিফিকেট আাসে নাই।

    ReplyDelete
  23. ১০০/৭০ পেলাম সার্টিফিকেট আসলোনা কেনো?

    ReplyDelete
  24. নাগরিক সাংবাদিকতা
    ★★★★★★★★★★
    নাগরিক সাংবাদিক
    _________________




    নাগরিক সাংবাদিকতা মানে রাস্ট্রের সচেতন ও সাহসী নাগরিকদের “সক্রিয় ভূমিকা পালন করে দেশের স্বার্থের পরিপন্থি , দুর্নীতি , অপরাধ এর
    তথ্য সংগ্রহ, পরিবেশন, বিশ্লেষণ এবং প্রকাশ ।

    গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সরকার ও নাগরিকের মধ্যে ভাব বিনিময়ে বা প্রতিক্রিয়া বিনিময়ে নাগরিক সাংবাদিকতা । মূলধারার গণমাধ্যম যখন নাগরিক বিশ্বস্ততা হারায় তখন নাগরিক সাংবাদিকতাই
    রাস্ট্রের শেষ ভরসা।

    স্বতস্ফূর্ত ও স্বপ্রণোদিত হয়ে গণমানুষের খবর ও তথ্য সংগ্রহ, পরিবেশন, বিশ্লেষণ এবং প্রচারে অংশগ্রহণ করাই হচ্ছে সিটিজেন জার্নালিজম বা নাগরিক সাংবাদিকতা ।
    নাগরিকের ইন্দ্রিয়কে সচেতন করে নাগরিক সাংবাদিকতা।

    আবার সচেতন ইন্দ্রিয়ের নাগরিকই কাঙ্খিত নাগরিক সাংবাদিক । নাগরিক সাংবাদিকরা মুলত পেশাজীবী সাংবাদিকদের বিভিন্ন গোপন তথ্য প্রদান করে কোন ইনভেস্টিগেশন শুরু বা শেষ করতে সাহাজ্য করেন । গণমাধ্যমে যারা পাঠক, দর্শক ও শ্রোতা হিসেবে বিবেচিত হন তারাই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পরের তথ্য-উপাত্ত আদান প্রদান করে থাকেন।

    নাগরিক সাংবাদিক হতে আমাদের সাথে যোগাযোগ করতে পাড়েন

    নাগরিক সাংবাদিকতায় নীতি নৈতিকতা
    মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন কোনো তথ্য-উপাত্তের প্রচার ও প্রকাশ থেকে বিরত থাকা
    জাতি, ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে প্রত্যেকের নিজস্ব বিশ্বাস, সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা
    ইচ্ছাকৃত বা উদ্দেশ্য প্রণোদিতভাবে জন-গুরুত্বপূর্ণ নয় এবং ব্যক্তির মর্যাদাহানীকর কোনো বিষয়ের প্রকাশ ও প্রচার থেকে বিরত থাকা
    নিজের বিবেকের প্রতি দায়িত্বশীল আচরণ করা

    নাগরিক সাংবাদিক হতে আমাদের সাথে যোগাযোগ করতে পাড়েন । এর মাধ্যমে নিজের চোখের সামনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা দ্রুত সবার কাছে তুলে ধরার সুযোগ হল। প্রতিদিন এমন অনেক ঘটনাই ঘটে যা সংবাদ মাধ্যমের কিছু সীমাবদ্ধতার কারণে প্রকাশ পায় না কিংবা নিজের দেখা সংবাদ প্রকাশের সুযোগ হয়না। অনেকে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রেরণ করে হতাশ হয় যখন তা প্রকাশ পায়

    চোখের সামনে ঘটে যাওয়া যেকোন ঘটনা, স্থানীয় এলাকার সমস্যা ও সাফল্য।
    ক্যাম্পাস, সংগঠন, ফোরামের সংবাদ কিংবা কোন বিষয়ে রিসার্চ, রিভিউ লেখা।
    রাজনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে, খেলাধুলা, বিনোদন, তথ্য প্রযুক্তি বিষয়ে ব্যক্তিগত অভিমত প্রকাশ।
    যেকোন নাগরিক সমস্যা, দুর্নীতি কিংবা নির্যাতনের শিকার।
    ব্যবসায় ও শেয়ার মার্কেট বিষয়ক ব্যক্তিগত চিন্তা ভাবনা নিয়ে লেখা।
    নিজের কিংবা পরিচিতদের যেকোন সাফল্য কিংবা জীবনের কোন অভিজ্ঞতা।

    নাগরিক সাংবাদিকতা বৈশিষ্ঠ্য

    প্রত্যেকেরই সাংবাদিক হিসেবে ভূমিকা পালনের সুযোগ রয়েছে
    স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত হওয়ার প্রবণতা লক্ষ্যণীয়
    প্রকাশিত অডিও, ভিডিও এবং প্রতিবেদন সম্পর্কে আগ্রহী যে কারো মতামত প্রদানের সুযোগ থাকে
    যে কেউ মন্তব্য, বিতর্ক বা আলোচনায় অংশগ্রহণ করতে পারে
    সামাজিক দায়বদ্ধতা প্রবল থাকে
    বিবেকপ্রষূত শুভবুদ্ধি জন-সাংবাদিকতার নৈতিকতার একমাত্র মাপকাঠি

    নাগরিক সাংবাদিকতার শুরু হোক এক সাথে।

    ReplyDelete
  25. Kuno email e tho pelam na....exam diye 60/100 pailam..

    ReplyDelete
  26. আমি পরিক্ষা দিয়েছি ফলাফল কবে পাবো

    ReplyDelete
  27. এই সার্টিফিকেট দিয়ে কি উপকারে আসবে? কোথাও শো করা যাবে? কোনো প্রতিষ্ঠানে শো করলে ভ্যালু পাওয়া যাবে? না কি বকা খেতে হবে?

    ReplyDelete
  28. এই সার্টিফিকেটের মূল্যায়ন কুভাবে করা যাবে?

    ReplyDelete
  29. Ami shob gulu mcq answer diye dichi.

    ReplyDelete
  30. বাংলাদেশ অনলাইন জার্নালিজম স্কুলের সার্টিফিকেট মেইলে পেয়েছি। অনলাইন জার্নালিজম স্কুলের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুভকামনা রইলো। সেই সাথে আপনাদের ভালোবাসা দোয়া ও আশীর্বাদ কামনা করছি।

    ReplyDelete
  31. আমি পরীক্ষা দিয়েছি ৮০ নাম্বার পেয়ে পাস করেছি, আলহামদুলিল্লাহ সার্টিফিকেট পেয়েছি, এখন আমি কি করব এর পরবর্তীী
    কাজ কি?

    ReplyDelete
  32. আমি আশা করেছিলাম ১০০% পার্সেন্ট নাম্বার পাব কিন্তু 92% পেয়েছি আমি খুবই বিরক্ত হয়েছি।

    ReplyDelete

Theme images by mariusFM77. Powered by Blogger.